
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অন্তঃসত্ত্বা স্বস্তিকা, প্রকাশ করলেন বেবিবাম্পের ছবি|
নিজের কর্মকাণ্ড নিয়ে বরাবরেই আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সাম্প্রতিক ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন এ অভিনেত্রী। এবার প্রকাশ করলেন নিজের ‘বেবি বাম্প’র ছবি।
টালিপাড়ায় আপাতত বিয়ের মৌসুম চলছে। এরই মধ্যে জানা গেল জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নাকি গর্ভবতী? এমন ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা। যেখানে দেখা গেল ‘বেবি বাম্প’ নিয়ে মিরর সেলফি তুলেছেন তিনি। আর তা পোস্টও করেছেন। আপাতত সেই পোস্টেই এখন শুভেচ্ছার বন্যা।
একজন কমেন্টে লিখলেন— ‘বাবা কে?’ আরেকজন লিখলেন— ‘এখন তো দেখছি মা হওয়ার হিড়িক লেগেছে। সোনম-আলিয়া-বিপাশার পর আপনিও! শুভেচ্ছা রইল।’ অন্যজনের মনে প্রশ্ন— ‘আমি তো জানতাম স্বস্তিকা ডিভোর্সি। কিছুই তো বুঝতে পারছি না।’
তবে কি সত্যি সত্যি মা হতে চলেছেন স্বস্তিকা? আসলে বিষয়টি বাস্তবতার সঙ্গে সম্পর্কিত নয়। ‘বেবি বাম্প’র এ ছবিটি মূলত অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘কালা’ থেকে নেওয়া। ঊর্মিলা চরিত্রে এই সিরিজে কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে ধরা দেবেন স্বস্তিকা। যেখানে গর্ভবতী লুকেও দেখা যাবে ‘তাসের ঘর’ তারকাকে। ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কালা’।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট