
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || অবস্থা আশঙ্কাজনক, ফের হাসপাতালে পেলে|
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। ফের তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইএসপিএন ব্রাজিল।
গতকার মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন এই ফুটবল গ্রেট।জানা যায়, ক্যানসারের সঙ্গে অনেক দিন ধরেই লড়াই করে যাচ্ছেন ৮১ বছর বয়সী পেলে। চিকিৎসার জন্য প্রতি মাসেই তাকে হাসপাতালে দৌঁড়াতে হয়। তবে এবার নির্ধারিত তারিখের আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স পেলের মেয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আশঙ্কাজনক নয়, মোটামুটি স্থিতিশীল রয়েছেন পেলে।
কাতারে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ মঞ্চায়ন হচ্ছে। ফুটবল ইতিহাসের দুই গ্রেটের একজন দিয়েগো ম্যারাডোনা পরপারে পাড়ি জমিয়েছেন বছর দুই আগে। পেলের ইচ্ছে ছিল কাতারে বসে খেলা উপভোগের। কিন্তু শারীরিক অবস্থা খারাপ থাকায় সে ইচ্ছে পূরণ হয়নি।
৮১ বছর বয়সি পেলের কোলন টিউমার ধরা পড়ে ২০২১ সালে। সে বছরই সেপ্টেম্বরে অপারেশনের মাধ্যমে তার টিউমারটি বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রতিমাসেই কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। বয়সের ভারে পেলে এখন আর একা চলাচল করতে পারেন না। হুইল চেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় তাকে।
কোলন টিউমার ছাড়াও পেলে ভুগছেন আরও অনেক স্বাস্থ্য সমস্যায়। ২০১৯ সালে অস্ত্রোপচারের মাধ্যমে পেলের কিডনির পাথর অপসারণ করা হয়। গত জানুয়ারিতে পেলেকে নিয়ে দুঃসংবাদ জানিয়েছিল সংবাদমাধ্যম ইএসপিএন। তার যকৃতে টিউমার ধরা পড়েছে এবং ফুসফুসেও আরেকটি টিউমার বেড়ে উঠছে। এ ছাড়াও হাঁটাচলার অসুবিধায় কোমরে অস্ত্রোপচারও করিয়েছেন পেলে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট