আটলান্টিকের তলদেশে সবশেষ শনাক্ত শব্দ টাইটানের না, প্রাকৃতিক – ডেভিড মার্কুয়েট
- প্রকাশের সময় : ০৪:১৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ২৬৫ বার পড়া হয়েছে
প্রতিদিনের পোস্ট, ডেস্ক নিউজ: সাম্প্রতিক উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে শনাক্ত করা শব্দ নিখোঁজ সাবমেরিন ‘টাইটান’ থেকে না-ও আসতে পারে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিনের সাবেক কমান্ডার ডেভিড মার্কুয়েট এ কথা জানিয়েছেন।
সাবমেরিনটি নিখোঁজ হওয়া এলাকার পানির তলদেশ থেকে সাম্প্রতিক ঘণ্টাগুলোতে নতুন করে শব্দ শোনা গেছে। এ প্রেক্ষাপটে সাবমেরিনটিকে খুঁজে পাওয়ার বিষয়ে একধরনের আশাবাদ তৈরি হয়েছে। তবে মার্কিন নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিনের সাবেক কমান্ডার ডেভিড মার্কুয়েট এ শব্দ নিয়ে বললেন ভিন্ন কথা।
ডেভিড মার্কুয়েট বলেন, এই শব্দ যে টাইটানের এটা তিনি বিশ্বাস করেন না তিনি বলেন এই শব্দ প্রাকৃতিকভাবেও হতে পারে।
ডেভিড মার্কুয়েট বলেন, তাঁরা শব্দ শুনতে পাচ্ছেন। আরও অনেক জাহাজ এ এলাকায় আসছে। তারপর তাঁরা আরও শব্দ শুনতে পাচ্ছেন। এই শব্দ টাইটানের না–ও হতে পারে।
আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকদের নিয়ে গত রোববার রওনা দিয়ে নিখোঁজ হয় সাবমেরিন ‘টাইটান’।
যাত্রার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় ছোট সাবমেরিনটির সঙ্গে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
টাইটান সাবমেরিনটির মালিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশানগেট। এক চালকসহ পাঁচ আরোহী নিয়ে যাত্রা করে সাবমেরিনটি। যাত্রাকালে সাবমেরিনটিতে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল, তা দিয়ে ৯৬ ঘণ্টা পানির নিচে টিকে থাকা সম্ভব। সে অনুযায়ী, সাবমেরিনটির আরোহীদের আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অক্সিজেন সরবরাহ পাওয়ার কথা।