০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়

  • Timir Bonik
  • আপডেট : ১০:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • ২০ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অদ্য শুক্রবার (৫ই মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাতের সূত্রে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিক্সা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিক্সায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে সটকে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

Facebook Comments Box
ট্যাগস :
সম্পাদনাকারীর তথ্য

Timir Bonik

error: Content is protected !!

আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়

আপডেট : ১০:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অদ্য শুক্রবার (৫ই মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাতের সূত্রে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিক্সা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিক্সায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে সটকে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

Facebook Comments Box