
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরীমনি ও শরিফুল রাজ বাবা-মা হয়েছেন। বাবা রাজের সঙ্গে নামের মিল রেখে সন্তানের নাম রেখেছেন রাজ্য। আজ রাজ্যের বয়স দুইমাস পূর্ণ হলো। বর্তমানে ছেলেকে ঘিরেই সময় কাটছে এই নায়িকার।
এদিকে পরীমনি জানিয়েছেন ছেলের চতুর্থ জন্ম মাস উদযাপন করেন এই তারকা দম্পতি। ১০ ডিসেম্বর রাতে নানা রং্যের বেলুন দিয়ে ঘর সাজালেন পরি।
আজ রাতে ফেসবুকে পরির ছেলের চতুর্থ জন্ম মাস উদযাপনের একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি লিখেন, আমাদের ছেলের চার মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। Happy four months Baajaan
পরীমনি কয়েকদিন আগেই বলেছিলেন, আমি ও রাজ সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে একবার করে ছেলের জন্মদিন পালন করব। এভাবে যখন একবছর পূর্ণ হবে তখন বড় করে জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছি।
তিনি আরও বলেছিলেন, আমরা ২ পরিবারের সদস্যরা বাসায় একত্রিত হব। এজন্য খাওয়া-দাওয়া হবে। রান্নাবান্না হবে। আসলে এই সিদ্ধান্তটা নেওয়ার বড় কারণ হচ্ছে- আমরা তো এত সময় নাও পেতে পারি ব্যস্ততার কারণে, সেজন্য একটা গেটটুগেদারও হয়ে যাবে। সবাই মিলে সুন্দর সময় কাটাব।