আমার বিরুদ্ধে নিউজ করার থাকলে করেন- জাকি
- প্রকাশের সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১২২ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শ্রীরামপুর ইউনিয়নের দুই গ্রামের হতদরিদ্র অসহায় মানুষদের ন্যায্য মূল্যে টিসিবির পন্য ক্রয় করতে না দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান কাজী জাকি উদ্দিনের বিরুদ্ধে।
গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের টিসিবির পন্য ক্রয়ের লাইনে দাড়িয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তাদের।
ভুক্তভোগীরা প্রতিদিনের পোস্টকে জানান, সকাল থেকে কম দামে টিসিবির পন্য কেনার জন্য পরিষদের লাইনে দাঁড়িয়ে আছি, এখন দুপুর হয়ে গেছে চেয়ারম্যান বা টিসিবি পণ্যের দেখা নেই। তাদের মধ্যে ৬নং ও ৯নং ওর্য়াডের হতদরিদ্ররা জানান, আমাদের ওর্য়াডের মেম্বারের সাথে চেয়ারম্যানের বিরোধের কারণে, গত তিনমাস যাবত আমরা টিসিবির পণ্যসহ ইউনিয়ন পরিষদের সরকারি কোন সুযোগ সুবিধা পাচ্ছিনা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে, আমরা এর বিচার চাই।
৬নং ওয়ার্ড মেম্বার ইয়ার হোসেন ও ৯ নং ওয়ার্ড মেম্বার মো. ইলিয়াস প্রতিদিনের পোস্টকে জানান, গত তিন মাস যাবত আমাদের ওয়ার্ড দুটিতে টিসিবি পন্য সহ সব ধরণের সেবা বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান। ফলে ভোগান্তির শিকার হচ্ছে আমাদের দুই ওয়ার্ডের হতদরিদ্র মানুষজন। এছাড়াও তারা আরও জানান, চেয়ারম্যান সাধারন মানুষদের জিম্মি করে জন্মনিবন্ধন ফি বাবদ ২শত টাকা ও ওয়ারিশ সার্টিফিকেট বাবদ ৫শত টাকা করে নিচ্ছেন। জন্ম নিবন্ধন করতে গেলে সরকারি ফি থেকে অধিক মূল্যে টাকা দিতে হয়। শুধু জন্ম নিবন্ধন নয় ইউনিয়নের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত আমরা।
এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যানের অফিস তালাবদ্ধ পাওয়া যায়। পরে মুঠোফোনে ইউপি চেয়ারম্যান কাজী জাকি উদ্দিন জানান, আমি মসজিদের ছাদ ডালাই করছি, এখন আসতে পারবোনা। আমার বিরোদ্ধে কোন নিউজ করার থাকলে করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একরামুল সিদ্দিক বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট