
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনাকে শাস্তি দিচ্ছে না ফিফা|
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় আর্জেন্টিনা। এ জয়ে ডাচদের বিদায় করে আসরটির সেমিফাইনালে উঠে যান লিওনেল মেসিরা।
রামোঞ্চে ভরপুর ম্যাচে আর্জেন্টিনা দুই গোলে এগিয়ে ছিল। তবে ঘুরে দাঁড়িয়ে দারুণ প্রত্যাবর্তনে ২ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরে ডাচরা। যেখানে নির্ধারিতর ৯০ মিনিট পর যোগ করা দশম মিনিটের শেষ মিনিটে গোল দিয়ে ২-২ ব্যবধানে সমতায় ফেরে দলটি। পরে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। তবে সেখানে আর কোনো গোল না হলে রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান। টাইব্রেকারে ডাচদের দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
তবে এ ম্যাচের আগে আর্জেন্টিার কৌশল ও মেসিদের নিয়ে কথার লড়াই নেমেছিলেন নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল। তবে যেটা মোটেই পছন্দ হয়নি আর্জেন্টিনার খেলোয়াড়দের। কিন্তু ম্যাচের আগে কিছুই বলেননি তাঁরা। ডাচদের হারিয়ে সেমিফাইনালে ওঠার পর মাঠে উদ্দাম উদ্যাপনে পাল্টা দিয়েছেন তারা।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট