ইফতারের আগে মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল
- প্রকাশের সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ২৮৩ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে নাঈম বেপারী (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম বেপারী কালকিনির পাঙ্গাশিয়া গ্রামের কালু বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়. ইফতারের একটু আগে একটি মোটরসাইকেলযোগে নাঈম ও শহিদ দ্রুতগতিতে বাড়িতে যাচ্ছিলেন। পথে সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে পৌঁছালে রাস্তার একপাশে ইজিবাইক ও অপর পাশে পিকআপ যাচ্ছিল। মোটরসাইকেলটি ইজিবাইক ও পিকআপের মাঝখান দিয়ে যাওয়ার সময় পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল উল্টে গিয়ে নাঈম ও শহিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃ’ত ঘোষণা করেন। আহত শহিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালকিনি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হাসান বলেন, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন মা’রা গেছেন। আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ম’র’দেহ হাসপাতালে রাখা আছে।