
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ইলন মাস্ককে পেছনে ফেলা বিশ্বের শীর্ষ ধনী কে এই বানার্ড আর্নল্ট|
ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। তার তুলনায় ৭২ বছর বয়সি আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, যা মাস্কের চেয়ে ১০ কোটি ডলার বেশি।
জানা গেছে, এলন মাস্কের ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে। যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে।
যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও মাস্কের নাম এ তালিকার দ্বিতীয় স্থানে নেমেছিল। তবে, দীর্ঘদিনের চেষ্টায় আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে তুলে আনতে পেরেছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট