ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবী

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে
print news
12

ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট সলিমগঞ্জ শাখার স্বত্বাধিকারী মাওলানা আমির হোসাইন, আব্দুল কাইয়ুম মাষ্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক এস আলম চক্রের কবলে পড়ে ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের লোকজনকে পদে পদে বসিয়েছে। এতে ব্যাংকের শরিয়াহভিত্তিক নীতি ও গ্রাহকদের বিশ্বাস ধ্বংস হয়েছে।’

গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের বদলে এখন এমন অদক্ষ লোকজন দায়িত্বে রয়েছেন যারা ব্যাংক পরিচালনার যোগ্যই নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২০১৭-২০২৪ সালের মধ্যে ব্যাংক লুটেরা ও মাফিয়া কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাইয়ের দাবি জানান।

এই নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবী

প্রকাশের সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
print news
12

ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নবীনগর প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট সলিমগঞ্জ শাখার স্বত্বাধিকারী মাওলানা আমির হোসাইন, আব্দুল কাইয়ুম মাষ্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক এস আলম চক্রের কবলে পড়ে ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের লোকজনকে পদে পদে বসিয়েছে। এতে ব্যাংকের শরিয়াহভিত্তিক নীতি ও গ্রাহকদের বিশ্বাস ধ্বংস হয়েছে।’

গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের বদলে এখন এমন অদক্ষ লোকজন দায়িত্বে রয়েছেন যারা ব্যাংক পরিচালনার যোগ্যই নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২০১৭-২০২৪ সালের মধ্যে ব্যাংক লুটেরা ও মাফিয়া কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাইয়ের দাবি জানান।