উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: ফয়জুর রহমান বাদল
- প্রকাশের সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৩৭ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর খন্দকার, প্রতিদিনের পোস্ট: নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণ করে বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকাকে বিজয় করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও নাটঘর ইউনিয়নের নাটঘর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় আরো বলেন, নবীনগরের মাটি ও মানুষের সাথে আমার বাবার আত্মার সম্পর্ক, বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই নবীনগরের রাজনীতি করছি। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আগরতলা ষড়যন্ত্রের মামলায় অন্যতম আসামী ছিল, আমি তারই সন্তান। আমি এমপি থাকা অবস্থায় অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি আবারো এমপি নির্বাচিত হলে প্রতিটি গ্রামের রাস্তা সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই নবীনগর দালাল সন্ত্রাস ও মাদকমুক্ত থাকবে। সমাজে দুষ্কৃতিকারীদের কোন ঠায় হবে না।
সোমবার (২১ আগস্ট) বিটঘর ইউনিয়নের রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাটঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে দুটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান শাহিন সরকার, সিদ্দিক এমপি ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী খায়রুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লা আল রোমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।