কবি মনোমোহন দত্তের ১৪৭ তম জন্মোৎসব পালিত
- প্রকাশের সময় : ০১:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১৩৭ বার পড়া হয়েছে

কবি মনোমোহন দত্তের ১৪৭ তম জন্মোৎসব পালিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’দিন ব্যাপী মলয়া সংগীতের জনক, সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪৭ তম জন্মোৎসব” পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সাতমোড়ায় আনন্দ আশ্রম প্রাঙ্গণে ২৩শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হয় ‘মহর্ষির দর্শন ও সাধনা’ শীর্ষক আলোচনা ও মলয়া সংগীতানুষ্ঠান।
আনন্দ আশ্রমের সভাপতি সাধ্যি শংকরী দত্তের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য কাজী নাজমুল হোসেন তাপস, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন, আশ্রমের সাবেক সেক্রেটারি জয়দেব বর্মণ, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মোহাম্মদ হোসেন শান্তি, দৈনিক সময়ের আলো নবীনগর উপজেলা প্রতিনিধি খন্দকার মোঃ আলমগীর হোসেন সহ অনেক কবি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজন উপস্থিত ছিলেন।
বক্তারা মহর্ষি মনোমোহনের রেখে যাওয়া অসাম্প্রদায়িক দর্শনের কথা তুলে ধরেন। পরে সারা রাত অনুষ্ঠিত মলয়া সংগীতের আসরে গান পরিবেশন করেন দেশ-বিদেশের বিভিন্ন শিল্পী। মনোমোহন রচিত গানগুলোতে সুরারোপ করেছিলেন ফকির আফতাবউদ্দিন খাঁ। এসময় শিল্পীদের কণ্ঠে মলয়া গান উপস্থিত লাখো শ্রোতাকে রাতভর বিমোহিত করে রাখে। শুক্রবার রাতে শেষ হয় দুদিন ব্যাপি এ অনুষ্ঠান।




















