‘কালীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃ,ত্যু’

- প্রকাশের সময় : ০৪:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১০০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জামালপুর ইউনিয়নের চুপাইর দারুল উলুম ক্যাডেট মাদ্রাসায়। নিহত মো. হোসাইন (৯) উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর (খাগড়াচর) গ্রামের বাদল আহম্মেদ শেখের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
এলাকাবাসী জানাায়, গতকাল শনিবার(৮ জুন) আছর নামাজের পূর্বে মাদ্রাসার দ্বীতল ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় কালীগঞ্জ সরকারী স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে সহপার্টিরা জানায় সে ওযু করতেগিয়ে পড়েযায়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। মাদ্রাসা ছাত্র ও কর্তৃপক্ষের বিভিন্ন বক্তব্যবে এলাকায় ধুমরু ঝালের সৃষ্টি হচ্ছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।