
ক্রীড়া প্রতিবেদক: ৮৫ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি নিতে এলেন। বলটা জালে জড়াতে পারলেই ম্যাচে সমতা ফিরবে। তবে ইংলিশ স্ট্রাইকার যে পেনাল্টিটি নিলেন, সেটি মনে করিয়ে দিল ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করা রবার্তো বাজ্জিওকে।
কেইন পেনাল্টিটা মিস করতেই দর্শক সারিতে থাকা এক শিশু দর্শক কান্না আটকাতে পারলেন না। হয়তো বুঝে গেলেন সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কেইনের সেই এক ভুলেই ভেঙে গেছে ইংল্যান্ডের ১৯৬৬ সালের পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে এখন ইংল্যান্ডকে ধরতে হবে ফিরতি বিমান।
ইংল্যান্ডের হতাশার বিপরীতে রোমাঞ্চকর লড়াই জিতে আরেকটি বিশ্বকাপ ফাইনালের দ্বারপ্রান্তে এখন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ ইতিহাস গড়া মরক্কো।
দুর্দান্ত খেলা আঁতোয়ান গ্রিজমানের দারুণ দুটি অ্যাসিস্টে গোল করেন অরেলিঁয়ে চুয়ামেনি এবং অলিভিয়ের জিরু। কেন পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও, অন্য পেনাল্টিটি মিস করেছেন।
বিস্তারিত আসছে…।