
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কোয়ারেন্টিনে ফখরুল-আব্বাস|
করোনা মহামারীর কারণে সরকারের আরোপিত স্বাস্থ্যবিধি অনুযায়ী কারাগারে আগত নতুন বন্দিকে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। সে কারণে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে আছেন।
কারাগারের সূর্যমুখী ভবনের দ্বিতীয় তলায় আলাদা দুটি সেলে তাদের রাখা হয়েছে। ওই দুটি সেলে তাদের পাশাপাশি আরও বন্দি আছেন, যাদের সেখানে কেয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেপুটি জেলার পদমর্যাদার কর্মকর্তা জানান, মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস ৭ দিনের কোয়ারেন্টিনে আছেন। তারা ডিভিশন পাননি। ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি অনুযায়ী ১ থেকে ১৮ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ কারাগারে ডিভিশন পাবেন। এছাড়াও প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হলেও ডিভিশন পাবেন। এর বাইরে কেউ ডিভিশন পেতে চাইলে আদালত অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের অনুমোদন লাগে।
কারাগার সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের বিষয়ে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন। সেটি জেলা প্রশাসকের মতামতের জন্য পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। মতামত পেলে সেই অনুযায়ী তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তারা সাধারণ বন্দি হিসেবেই কারাগারে থাকবেন।
বিভিন্ন সূত্রে আরও জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুটা বিষণ্ণ। দিনের বেশিরভাগ সময় কাটে পত্রিকা পড়ে। ডিভিশনপ্রাপ্ত না হওয়ায় দুজনকেই খেতে হচ্ছে সাধারণ বন্দির খাবার।
এসব বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে কারাগারে আনা হয়। বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট