গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
- প্রকাশের সময় : ০৮:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন বাংলাদেশের জামায়তে ইসলামী । রবিবার (১লা সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বিকাল ৪টায় শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহমুদুল হাসান । এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়েত ইসলামীর আমির ড.জাহাঙ্গির আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে আমির খাইরুল ইসলাম ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান খান। উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট তাইজুল ইসলাম সহ কালীগঞ্জ উপজেলা জামায়তে ইসলামীর বিভিন্ন এলাকার কর্মী সমর্থকরা । এ মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও শহীদ পরিবার সহ দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়।