০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“চমক নিয়ে আসছেন কেয়া”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৩:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চমক নিয়ে আসছেন কেয়া|

সিনেমায় অভিষেক হওয়ার পরেই চমক সৃষ্টি করেছিলেন নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বেশি কিছু সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।

এর মধ্যেই আড়ালে চলে যান নায়িকা। গত কয়েক বছর বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হচ্ছেন।

বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ নায়িকা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা।
সম্প্রতি তার অভিনীত ‘কথা দিলাম’ নামের একটি সিনেমার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। সব ঠিক থাকলে ২০২৩ সালের ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি চমক দেখাবে দর্শকদের।

রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ। এরই মধ্যে এ সিনেমার প্রচারণাও শুরু হয়েছে। নতুন এ সিনেমা প্রসঙ্গে সাবরিনা সুলতানা কেয়া বলেন, ‘এ সিনেমার গল্প অসাধারণ। এতে আমার চরিত্রও গতানুগতিকের বাইরে। বলা যায় এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। শুটিংয়ের সময়ও কোনো কিছুর ঘাটতি ছিল না।

সহশিল্পীরাও সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’ এ ছাড়া কেয়া একাধিক নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি। শিগ্গির নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন বলেও জানিয়েছেন এ নায়িকা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

সুপেয় পানি ও রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধনে: শহীদ এমপি

error: Content is protected !!

“চমক নিয়ে আসছেন কেয়া”

আপডেট : ০৩:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চমক নিয়ে আসছেন কেয়া|

সিনেমায় অভিষেক হওয়ার পরেই চমক সৃষ্টি করেছিলেন নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বেশি কিছু সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।

এর মধ্যেই আড়ালে চলে যান নায়িকা। গত কয়েক বছর বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হচ্ছেন।

বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ নায়িকা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা।
সম্প্রতি তার অভিনীত ‘কথা দিলাম’ নামের একটি সিনেমার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। সব ঠিক থাকলে ২০২৩ সালের ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি চমক দেখাবে দর্শকদের।

রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ। এরই মধ্যে এ সিনেমার প্রচারণাও শুরু হয়েছে। নতুন এ সিনেমা প্রসঙ্গে সাবরিনা সুলতানা কেয়া বলেন, ‘এ সিনেমার গল্প অসাধারণ। এতে আমার চরিত্রও গতানুগতিকের বাইরে। বলা যায় এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। শুটিংয়ের সময়ও কোনো কিছুর ঘাটতি ছিল না।

সহশিল্পীরাও সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’ এ ছাড়া কেয়া একাধিক নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি। শিগ্গির নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন বলেও জানিয়েছেন এ নায়িকা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box