১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“চালকের আসনে বুবলী”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০৫:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চালকের আসনে বুবলী|

শবনম বুবলী। এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা। অবশ্য কেউ কেউ তাকে সমালোচনার পাল্লায়ও মাপছেন। এর কারণ, চিত্রনায়ক শাকিব খান। এ নায়কের হাত ধরেই সিনেমা জগতে আগমন ঘটে তার। ২০১৭ সালে শাাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে। ওই সময় অপু এ ভাঙনের জন্য বুবলীকেই দায়ী করেছেন।

শাকিবের জীবনে বুবলীর আগমনের কারণেই অপু এ নায়কের সঙ্গে তার গোপন বিয়ের খবর সামনে নিয়ে আসেন। তাও সন্তান সমেত। সেই ভাঙা ঘর আর জোড়া লাগেনি। ঠিক পাঁচ বছর পর বুবলীর সঙ্গেও একই আচরণ করেন শাকিব খান। তারাও গোপনে বিয়ে করেন। বুবলীর গর্ভেও জন্ম নেয় শাকিবের আরেক সন্তান। অপুর মতো বুবলীর ঘটনাও গোপন রাখেন শাকিব।

কিছুদিন আগে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে শাকিব খানের প্রেমের সম্পর্ক এবং সাবেক স্ত্রী অপুর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের গুঞ্জন ওঠার পর বুবলীও শাকিবের সন্তানকে নিয়ে সামনে আসেন এবং তাদের বিয়ের কথা জানান। কিছুদিন পর শাকিব বুবলীকে অস্বীকার করেন। বলেন, তার সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেই এখন। বুবলীর সঙ্গে শাকিব যে আচরণ এখন করছেন, এটাকেই অনেকে বলছেন প্রকৃতির প্রতিশোধ। অনেকের অভিযোগ বুবলীর কারণেই অপুর সংসার ভেঙেছে।

ঠিক একইভাবে বুবলীরও সংসার ভেঙেছে। তবে শাকিব যখন বুবলীর সঙ্গে সম্পর্কহীনতার কথা গণমাধ্যমকে জানান, ঠিক তখন বুবলীও সংবাদ সম্মেলন করে প্রকৃত সত্য তুলে ধরার ‘হুমকি’ দেন। কিন্তু শেষ পর্যন্ত দিন ক্ষণ ঠিক করেও বুবলী সংবাদ সম্মেলন করেননি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শাকিব আসলে বুবলীকে ম্যানেজ করে নিয়েছেন। তাই বুবলীও সিদ্ধান্ত থেকে সরে গিয়েছেন।

এতে করে শাকিবেরই জয় হয়েছে-অনেকে এমনটা বললেও সত্যিকার অর্থে চালকের আসনে বসে রয়েছেন বুবলীই। তিনি চাইলে শাকিবের গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন, এই ‘হুমকি’ থেকেই শাকিব তার সঙ্গে আপসে গিয়েছে। এমনটাই বলছে সূত্র। বুবলীর চালকের আসনে বসার আরও একটি ব্যাখ্যা আছে। শাকিব যখন অপুকে ত্যাগ করেছেন তখন থেকে এখনো পর্যন্ত অপু সেভাবে সিনেমা নিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি।

কিন্তু বুবলী শাকিবের বলয় থেকে বের হওয়ার পর বলা যায় এখনকার সবচেয়ে ব্যস্ত নায়িকা তিনি। নিয়মিত তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে এবং কাজ করছেন একাধিক সিনেমায়। এ দুঃসময়েও তার হাতে রয়েছে অর্ধডজন সিনেমার কাজ! তাই আসনে বসে গাড়িটা যে বুবলীই চালাচ্ছেন, এটা বলা মোটেও অযৌক্তিক নয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

error: Content is protected !!

“চালকের আসনে বুবলী”

আপডেট : ০৫:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চালকের আসনে বুবলী|

শবনম বুবলী। এ সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা। অবশ্য কেউ কেউ তাকে সমালোচনার পাল্লায়ও মাপছেন। এর কারণ, চিত্রনায়ক শাকিব খান। এ নায়কের হাত ধরেই সিনেমা জগতে আগমন ঘটে তার। ২০১৭ সালে শাাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরে। ওই সময় অপু এ ভাঙনের জন্য বুবলীকেই দায়ী করেছেন।

শাকিবের জীবনে বুবলীর আগমনের কারণেই অপু এ নায়কের সঙ্গে তার গোপন বিয়ের খবর সামনে নিয়ে আসেন। তাও সন্তান সমেত। সেই ভাঙা ঘর আর জোড়া লাগেনি। ঠিক পাঁচ বছর পর বুবলীর সঙ্গেও একই আচরণ করেন শাকিব খান। তারাও গোপনে বিয়ে করেন। বুবলীর গর্ভেও জন্ম নেয় শাকিবের আরেক সন্তান। অপুর মতো বুবলীর ঘটনাও গোপন রাখেন শাকিব।

কিছুদিন আগে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে শাকিব খানের প্রেমের সম্পর্ক এবং সাবেক স্ত্রী অপুর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের গুঞ্জন ওঠার পর বুবলীও শাকিবের সন্তানকে নিয়ে সামনে আসেন এবং তাদের বিয়ের কথা জানান। কিছুদিন পর শাকিব বুবলীকে অস্বীকার করেন। বলেন, তার সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেই এখন। বুবলীর সঙ্গে শাকিব যে আচরণ এখন করছেন, এটাকেই অনেকে বলছেন প্রকৃতির প্রতিশোধ। অনেকের অভিযোগ বুবলীর কারণেই অপুর সংসার ভেঙেছে।

ঠিক একইভাবে বুবলীরও সংসার ভেঙেছে। তবে শাকিব যখন বুবলীর সঙ্গে সম্পর্কহীনতার কথা গণমাধ্যমকে জানান, ঠিক তখন বুবলীও সংবাদ সম্মেলন করে প্রকৃত সত্য তুলে ধরার ‘হুমকি’ দেন। কিন্তু শেষ পর্যন্ত দিন ক্ষণ ঠিক করেও বুবলী সংবাদ সম্মেলন করেননি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শাকিব আসলে বুবলীকে ম্যানেজ করে নিয়েছেন। তাই বুবলীও সিদ্ধান্ত থেকে সরে গিয়েছেন।

এতে করে শাকিবেরই জয় হয়েছে-অনেকে এমনটা বললেও সত্যিকার অর্থে চালকের আসনে বসে রয়েছেন বুবলীই। তিনি চাইলে শাকিবের গোপন তথ্য ফাঁস করে দিতে পারেন, এই ‘হুমকি’ থেকেই শাকিব তার সঙ্গে আপসে গিয়েছে। এমনটাই বলছে সূত্র। বুবলীর চালকের আসনে বসার আরও একটি ব্যাখ্যা আছে। শাকিব যখন অপুকে ত্যাগ করেছেন তখন থেকে এখনো পর্যন্ত অপু সেভাবে সিনেমা নিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি।

কিন্তু বুবলী শাকিবের বলয় থেকে বের হওয়ার পর বলা যায় এখনকার সবচেয়ে ব্যস্ত নায়িকা তিনি। নিয়মিত তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে এবং কাজ করছেন একাধিক সিনেমায়। এ দুঃসময়েও তার হাতে রয়েছে অর্ধডজন সিনেমার কাজ! তাই আসনে বসে গাড়িটা যে বুবলীই চালাচ্ছেন, এটা বলা মোটেও অযৌক্তিক নয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box