“চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সংঘ’র্ষ”
- প্রকাশের সময় : ০৬:৩২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১৭৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সংঘ’র্ষ|
সীমান্ত সংলগ্ন বিতর্কিত অঞ্চলে চীনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ভারতের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। ২০২০ সালে দেশ দুইটির সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর নতুন করে এই সংঘর্ষের খবর পাওয়া গেল। খবর বিবিসির।
গতকাল সোমবার ভারতীয় সেনাবাহিনী বলছে, গত শুক্রবার (৯ ডিসেম্বর) অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘাত হয়েছে। এতে দুই পক্ষের বাহিনীর বেশকিছু সদস্য সামান্য আহত হয়েছেন।
তবে চীনের পক্ষ থেকে এই নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একজন ভারতীয় সেনা জানিয়েছেন অন্তত ছয়জন জওয়ান আহত হয়েছে।
ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর ওই অঞ্চল থেকে দুই পক্ষই পিছু হটেছে। শান্তি ও স্থিতিশীল অবস্থা ফেরাতে দুই দেশের কম্যান্ডারদের মধ্যে বৈঠক হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
এর আগে ২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় তুমুল সংঘাত বাধে। সেই সময় ভারতের ২০ জন নিহত হয়েছেন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চার সেনা নিহত হন সেই সংঘর্ষে
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট