ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাপানী অধ্যাপকের এশিয়ান ইউনিভার্সিটিতে গবেষণা সেমিনার উপস্থাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / ১১৯ বার পড়া হয়েছে
print news

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর সাপ্তাহিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে নিয়মিত সাপ্তাহিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের হামামাতসু ইউনিভার্সিটির সিনিয়র এসিস্ট্যান্ট প্রফেসর ড. শফিউর রহমান। “Inequality in Suspected Developmental Delays Among Children Aged 3-4 Years in Bangladesh and Nepal: A Subnational Level Assessment” বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক গবেষণা তুলে ধরেন প্রবন্ধ উপস্থাপক।
উক্ত গবেষনার ফলাফলে জানাযায় যে ৩-৪ বছর বযসের শিশুদের Developmental Delays এর বেশী সম্ভাবনা থাকে আদি শিশুর মাযের শিক্ষগত যোগতা ও পরিবারিক সম্পদ কম থাকে ।

ড. শফিউর রহমান AUB উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খানেরে সাথে Stutistical Methods and Models for Health and Clinical Studies শীষক বই লেখার কাজ সম্পদান করার জন্য বর্তমানে AUB ভিজিট করেছেন। Springer Nature এবছরের মধ্যেই বইটি প্রকাশ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AUB এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম। অংশগ্রহণকারী ফ্যাকাল্টিবৃন্দ প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সেমিনার উপস্থাপকের প্রশংসা করেন।সেমিনার টি সঞ্চালনা করেনAUBএর রেজিস্ট্রার একেএম এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান ও সকল শিক্ষক- শিক্ষিকা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

জাপানী অধ্যাপকের এশিয়ান ইউনিভার্সিটিতে গবেষণা সেমিনার উপস্থাপন

প্রকাশের সময় : ০৩:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
print news

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর সাপ্তাহিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এর আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে নিয়মিত সাপ্তাহিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের হামামাতসু ইউনিভার্সিটির সিনিয়র এসিস্ট্যান্ট প্রফেসর ড. শফিউর রহমান। “Inequality in Suspected Developmental Delays Among Children Aged 3-4 Years in Bangladesh and Nepal: A Subnational Level Assessment” বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক গবেষণা তুলে ধরেন প্রবন্ধ উপস্থাপক।
উক্ত গবেষনার ফলাফলে জানাযায় যে ৩-৪ বছর বযসের শিশুদের Developmental Delays এর বেশী সম্ভাবনা থাকে আদি শিশুর মাযের শিক্ষগত যোগতা ও পরিবারিক সম্পদ কম থাকে ।

ড. শফিউর রহমান AUB উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খানেরে সাথে Stutistical Methods and Models for Health and Clinical Studies শীষক বই লেখার কাজ সম্পদান করার জন্য বর্তমানে AUB ভিজিট করেছেন। Springer Nature এবছরের মধ্যেই বইটি প্রকাশ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AUB এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম। অংশগ্রহণকারী ফ্যাকাল্টিবৃন্দ প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সেমিনার উপস্থাপকের প্রশংসা করেন।সেমিনার টি সঞ্চালনা করেনAUBএর রেজিস্ট্রার একেএম এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান ও সকল শিক্ষক- শিক্ষিকা।