০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

জামার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে সবকিছু, বড়দিনে বেসামাল কাজল-কন্যা নাইসা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশ : ০৩:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপা;রাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন।

এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূ;র্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি।

নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। তবে বড়দিনের দিনের একটি ভিডিও ফের চর্চার কেন্দ্রবিন্দুতে এনেছে নাইসা দেবগনকে।

আসলে বড়দিনের সন্ধ্যায় বন্ধুদের সাথে পার্টি করতে বেরিয়েছিলেন অজয় কন্যা। সঙ্গে ছিলেন ইব্রাহিম আলি খান, আহান খান, ওরহান আত্রামানী।

শিল্পা শেট্টির রেস্তোরাঁতে আয়োজন করা হয়েছিল এই বড়দিনের পার্টির। সেখানেই হাজির হয়েছিলেন স্টারকিডরা। পার্টি থেকে বেরোনোর সময় ট;ল;মলে পায়ে বেরিয়ে এসেছিলেন ওরহান ও নাইসা। প্রথমে তারা পাপ্পা;রাজিদের চকমা দেওয়ার চেষ্টা করলেও, পরে তারা ক্যামেরাবন্দি হন।

নাইসা দেবগন গোলাপি রঙের একটি ব;ডিকন ড্রেস পরেছিলেন। ড্রে;সে;র ডিপ নে;ক থেকে উঁ;কি দিচ্ছিল ভিতরে থাকা কা;লো ব্রা;লে;ট। টলমলে পায়ে ওরহানের বেরিয়েছিলেন তিনি। ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য তারা দুজনেই ড্রি;;ঙ্ক করে ছিলেন। এই ভিডিও ঝড়ের গতিতে ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই এই নিয়ে তুমুল চর্চা চলছে নেটিজেনদের মধ্যে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয়

জামার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে সবকিছু, বড়দিনে বেসামাল কাজল-কন্যা নাইসা

প্রকাশ : ০৩:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে নতুন করে পাপা;রাজ্জিদের দৌলতে ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন।

এমনিতেই বলিউডের স্টার কিডরা সর্বদাই লাইমলাইটে থাকেন। তেমনি বর্তমানে নাইসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর একাধিক ছবি ভাইরাল তালিকায় নাম লিখিয়েছে। এমনকি এখনও অব্দি বলিউডে কোনো কাজ করার আগেই নাইসার নামে একাধিক ফ্যানপেজ রয়েছে। মাঝেমাঝেই সৌন্দর্যের জন্য নাইসা খবরের শিরোনামে চলে আসেন।

আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অজয় দেবগনের কন্যা। প্রায়ই পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর বিশেষ মুহূ;র্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন তিনি।

নেটদুনিয়ায় বড় সংখ্যক ফলোয়ার রয়েছে তাঁর। তবে বড়দিনের দিনের একটি ভিডিও ফের চর্চার কেন্দ্রবিন্দুতে এনেছে নাইসা দেবগনকে।

আসলে বড়দিনের সন্ধ্যায় বন্ধুদের সাথে পার্টি করতে বেরিয়েছিলেন অজয় কন্যা। সঙ্গে ছিলেন ইব্রাহিম আলি খান, আহান খান, ওরহান আত্রামানী।

শিল্পা শেট্টির রেস্তোরাঁতে আয়োজন করা হয়েছিল এই বড়দিনের পার্টির। সেখানেই হাজির হয়েছিলেন স্টারকিডরা। পার্টি থেকে বেরোনোর সময় ট;ল;মলে পায়ে বেরিয়ে এসেছিলেন ওরহান ও নাইসা। প্রথমে তারা পাপ্পা;রাজিদের চকমা দেওয়ার চেষ্টা করলেও, পরে তারা ক্যামেরাবন্দি হন।

নাইসা দেবগন গোলাপি রঙের একটি ব;ডিকন ড্রেস পরেছিলেন। ড্রে;সে;র ডিপ নে;ক থেকে উঁ;কি দিচ্ছিল ভিতরে থাকা কা;লো ব্রা;লে;ট। টলমলে পায়ে ওরহানের বেরিয়েছিলেন তিনি। ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য তারা দুজনেই ড্রি;;ঙ্ক করে ছিলেন। এই ভিডিও ঝড়ের গতিতে ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই এই নিয়ে তুমুল চর্চা চলছে নেটিজেনদের মধ্যে।

Facebook Comments Box