
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ আয়োজিত শিক্ষা সমাবেশে আজ (শুক্রবার ১৪ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন একচল্লিশ বাস্তবায়নের জন্য যারা আগামী দিনের ভবিষ্যৎ সকলের জীবনের প্রথম ভোট যেন নৌকার পক্ষে হয় তাহলেই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ হবে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ০৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি, কোহিনূর কেমিক্যাল কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম কুমকুম, সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আলতাফ হোসেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সলিমগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলী, সলিমগঞ্জ গার্লস স্কুলের সহকারি প্রধান শিক্ষক ইমতিয়াজ মাহমুদ ইমন, সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল হক সিকদার, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাওসার। কালের কন্ঠের প্রতিনিধি মাজেদুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন সহ অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্ডলী রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল।