
মিহির কুমার দেব ব্রাহ্মণবাড়িয়া :
নাসিরনগর মেঘনা নদীতে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নের নদীতে মাছ ধরতে যাই ভগবান দাস ও তার সঙ্গীরা নদীতে টেকা জালে আটকা পড়ে এই মাছটি , ওজন ১৫ কেজি ।
নাসিরনগর মৎস্য আরদে নিয়ে আসলে ওই মাছটির দাম উঠে ৯০০ টাকা কেজি দরে বিক্রি করা হয় । লিলু দাস ক্রয় করে পরবর্তীতে গ্রাহকের কাছে বিক্রি করেন ১১০০ টাকা কেজি ধরে ।
Facebook Comments Box