০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“জোর করে বিয়ে-সন্তানের দরকার নেই:নুসরাত ফারিয়া”

  • Khalid Hasan Ripu
  • আপডেট : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জোর করে বিয়ে-সন্তানের দরকার নেই:নুসরাত ফারিয়া|

পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ আংটি বদল হয় ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার। আংটি বদলের চার মাসের মাথায় খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা। তখন জানান, পরের ডিসম্বরে বিয়ে করবেন। কিন্তু আড়াই বছর পরও সেই ডিসেম্বর আর আসেনি। মানে বিয়ে করেননি। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস চলে আসছিল।

গত বুধবার দুপুরে সেই ফিসফাসের জবাব দিলেন নুসরাত ফারিয়া। জানালেন বিয়ে আর করবেন না তিনি। কিন্তু কেন? উত্তরে অভিনেত্রীর হেঁয়ালি, ‘ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা এসব দরকার নাই তো। আমার বিয়ে আর হবে না, করছি না। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’

এই অভিনেত্রী বক্তব্য, ‘আমি যা করি, বুঝে শুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’

তবে রনির সঙ্গে বিয়ের সিদ্ধান্তে পিছিয়ে গেলেও ফারিয়ার পরিবার থেকে নতুন করে ভাববার চাপ রয়েছে। বললেন, ‘পরিবার থেকে বিয়ের এখনও চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি এলে আমি কাজে সময় দিতে পারবো না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করবো না।’

এদিকে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন নুসরত ফারিয়া। সেখানে তার ‘পাতাল ঘর’ ছবিটি প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি তার প্রথম কোনো সিনেমার অংশগ্রহণ। এটি স্মৃতিতে চলচ্চিত্র উৎসবটি রঙিন হয়ে থাকবে বলে জানালেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

Khalid Hasan Ripu

সুপেয় পানি ও রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধনে: শহীদ এমপি

error: Content is protected !!

“জোর করে বিয়ে-সন্তানের দরকার নেই:নুসরাত ফারিয়া”

আপডেট : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || জোর করে বিয়ে-সন্তানের দরকার নেই:নুসরাত ফারিয়া|

পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ আংটি বদল হয় ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার। আংটি বদলের চার মাসের মাথায় খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা। তখন জানান, পরের ডিসম্বরে বিয়ে করবেন। কিন্তু আড়াই বছর পরও সেই ডিসেম্বর আর আসেনি। মানে বিয়ে করেননি। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস চলে আসছিল।

গত বুধবার দুপুরে সেই ফিসফাসের জবাব দিলেন নুসরাত ফারিয়া। জানালেন বিয়ে আর করবেন না তিনি। কিন্তু কেন? উত্তরে অভিনেত্রীর হেঁয়ালি, ‘ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা এসব দরকার নাই তো। আমার বিয়ে আর হবে না, করছি না। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’

এই অভিনেত্রী বক্তব্য, ‘আমি যা করি, বুঝে শুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’

তবে রনির সঙ্গে বিয়ের সিদ্ধান্তে পিছিয়ে গেলেও ফারিয়ার পরিবার থেকে নতুন করে ভাববার চাপ রয়েছে। বললেন, ‘পরিবার থেকে বিয়ের এখনও চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি এলে আমি কাজে সময় দিতে পারবো না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করবো না।’

এদিকে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন নুসরত ফারিয়া। সেখানে তার ‘পাতাল ঘর’ ছবিটি প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি তার প্রথম কোনো সিনেমার অংশগ্রহণ। এটি স্মৃতিতে চলচ্চিত্র উৎসবটি রঙিন হয়ে থাকবে বলে জানালেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

Facebook Comments Box