
এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন, দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মিহির কুমার দেব।
গত ১০/০৪/২০২০ ইং তারিখে সাংবাদিক মিহির দেবের নামে নাসিরনগর থানায় নন জিআর একটি সাধারণ ডায়েরী করেন (মোঃ রফিকুল ইসলাম পিপিএম) বিপি নং ৭০৯১০৬০৬৮৩ এস আই (নি:) পরবর্তীতে ওই মামলায় ২০১৮ এর ২৫ ধারা দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নাসিরনগর থানা পুলিশ মিহির কুমার দেবকে রাতের আঁধারে বাড়িতে থেকে ০১/০৬/২০২০ ইং তারিখে গ্রেফতার করেন।
নন জিআর মামলা ২০১৮/২৫ ধারা ওই মামলায়, বিনা দোষে ৫২ দিন কারাভোগ করতে হয়েছিল সাংবাদিক মিহির কুমার দেবকে।
গত বৃহস্পতিবার ০১/০৬/২৩ ইং তারিখে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে, সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম বিজ্ঞ আদালত , মিহির দেব কে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে বেকুসুর খালাস দেন ।