
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মাদক কারবারি আজাদ মিয়া (৪০)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (২৪ মে) জুড়ী উপজেলার বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে জুড়ী থানাধীন বটতলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২২ বোতল ফেনসিডিলসহ আজাদ মিয়াকে হাতানাতে আটক করা হয়।
আটককৃত আসামিসহ আরও দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে। দুই আসামি পলাতক রয়েছে।
এর সত্যতা জানতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি, সত্যতা নিশ্চিত করে জানান ১ জন মাদক কারবারিকে ২২ বোতল ফেনসিডিল সহ আটক করতে সক্ষম হয়েছি। আরো ২ জন মাদক কারবারি পলাতক রয়েছে। আসামিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি পলাতকদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।