
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || তৃতীয় কোনো শক্তির ক্ষমতায় আসার সুযোগ নেই|
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘এতিমের টাকা মেরে খালেদা জিয়া ও তারেক রহমান নাকি আজ (১০ ডিসেম্বর) এ দেশ দখল করবে। কোথায় আজ তারা? কাদের শক্তিতে তারা কথা বলছে আমাদের জানা আছে। এ দেশে তৃতীয় কোনো শক্তির আর ক্ষমতায় আসার সুযোগ নেই।’
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশে এখন কোনো মানুষ না খেয়ে মারা যায় না। দেশ আজ উন্নয়নের রোল মডেল। বিদেশি প্রভুদের মদতে যারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন তাদের বলছি আপনাদের দিবাস্বপ্ন দেখে কোনো লাভ হবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক আমরা ঘরে বসে থাকবো না।’
এশিয়াটিক সোসাইটির সভাপতি ও মায়ের কান্না সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, ১৯৭৫ সালে ৭ নভেম্বর শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ এজাহার খান এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ বীররিক্রম প্রমুখ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট