০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

দীঘার মোহনায় জালে আটকে পড়ল দৈত্যকার কৈ ভেটকি ও হাঙ্গর, উৎসাহিত মানুষের ঢল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশ : ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি || এখনো বর্ষা মৌসুম অনেক দূরে এবং শীতের শেষের দিকে। এই অবস্থায় দীঘার সমুদ্র মহনায় মাছ ধরার সময় ধীবরের জালে আটকে পড়ল প্রায় ২০০,কেজি,ওজনের কৈ ভেটকি এবং বিশালাকার দৈত্যেকার হাঙ্গর।

এদিন দীঘার মোহনায় মির্জা রাসেদ এর ট্রলারের জালে আটকে পড়ে বিশাল দৈত্যেকার কৈ ভেটকি। যার খবর পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। মাছটির সাথে ধরা পড়ে বিশালাকার হাঙ্গর। মাছটি বিক্রি হয় প্রায় ৩৭,হাজার, টাকা। এবং হাঙ্গর টি কত টাকা দিয়ে বিক্রি হয়েছে তা জানা যায় নি।

কারণ ভারতের বিভিন্ন যায়গায় হাঙ্গর ধারা ও বিক্রি করা কঠোর ভাবে নিষিদ্ধ। যার জন্য নদী ও বন্দর এলাকায় কড়া পাহারায় থাকে ভারতের উপকূলীয় সীমান্ত রক্ষীরা।

তবে এই বছরের বেশ কয়েকটি বড় মাপের কৈ ভেটকি এবং বড় মাপের মাছ ধরা পড়ে ভারতের দীঘার মোহনায।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয়

দীঘার মোহনায় জালে আটকে পড়ল দৈত্যকার কৈ ভেটকি ও হাঙ্গর, উৎসাহিত মানুষের ঢল

প্রকাশ : ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি || এখনো বর্ষা মৌসুম অনেক দূরে এবং শীতের শেষের দিকে। এই অবস্থায় দীঘার সমুদ্র মহনায় মাছ ধরার সময় ধীবরের জালে আটকে পড়ল প্রায় ২০০,কেজি,ওজনের কৈ ভেটকি এবং বিশালাকার দৈত্যেকার হাঙ্গর।

এদিন দীঘার মোহনায় মির্জা রাসেদ এর ট্রলারের জালে আটকে পড়ে বিশাল দৈত্যেকার কৈ ভেটকি। যার খবর পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। মাছটির সাথে ধরা পড়ে বিশালাকার হাঙ্গর। মাছটি বিক্রি হয় প্রায় ৩৭,হাজার, টাকা। এবং হাঙ্গর টি কত টাকা দিয়ে বিক্রি হয়েছে তা জানা যায় নি।

কারণ ভারতের বিভিন্ন যায়গায় হাঙ্গর ধারা ও বিক্রি করা কঠোর ভাবে নিষিদ্ধ। যার জন্য নদী ও বন্দর এলাকায় কড়া পাহারায় থাকে ভারতের উপকূলীয় সীমান্ত রক্ষীরা।

তবে এই বছরের বেশ কয়েকটি বড় মাপের কৈ ভেটকি এবং বড় মাপের মাছ ধরা পড়ে ভারতের দীঘার মোহনায।

Facebook Comments Box