ঢাকা , বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের মেধা বৃত্তি প্রদান নবীনগরে বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত তিতুমীর কলেজস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক তাইজুল, সদস্য সচিব জুয়েল মনোহরদীতে প্রবাসীর অর্থ আত্মসাতকারীর বিচারের দাবিতে মানববন্ধন নবীনগরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মান্নানের মতবিনিময় নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত নবীনগরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের নবীনগর থানা প্রেসক্লাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডঃ আব্দুল্লাহ আল বাকীর মতবিনিময় ৪ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ ট্রাক আটক নবীনগরে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সেবা সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

“দীঘির অভিযোগ কি রাফির দিকে”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দীঘির অভিযোগ কি রাফির দিকে|

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হচ্ছেন তিনি। দীর্ঘ সেই স্ট্যাটাসে উঠে আসে- এই অভিনেত্রীকে কোন একটি সিনেমায় নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি আর হয়নি। তবে এটি কি সিনেমা নাকি ওয়েব ফিল্ম কিংবা কোন নির্মাতা সে বিষয়ে কিছুই খোলাসা করেননি তিনি।

এরই মধ্যে শোবিজে কথা উঠেছে, দীঘির অভিযোগ তরুণ নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে। সম্প্রতি রাফি ‘সুড়ঙ্গ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর এতে দীঘিকে নেওয়ার কথা ছিল। এ নিয়ে মাস ছয়েক আগে, দীঘির সঙ্গে নাকি রাফির কথাও প্রায় পাকাপোক্ত হয়।

কিন্তু শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন নির্মাতা। আর এ বিষয়টি দীঘিকে জানাননি বলেই রাফির ওপর খেপেছেন এই চিত্রনায়িকা। দীঘির সঙ্গে এমন ঘটনা আগেও হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি সত্যতা জানতে দীঘির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

তার ভাষ্য, ‘দীঘি কি তার স্ট্যাটাসে আমার নাম উল্লেখ করেছে? বা আমাকে উদ্দেশ্য করে কিছু বলেছে? তাহলে আমার নামটি কেন আসবে!’

তিনি আরও বলেন, ‘আমি একজন নির্মাতা, একটি ছবি বানানোর আগে অনেকজনের সঙ্গেই কথা বলতে পারি। যা প্রথমিক কথাও বলা যায়। এটি কি চূড়ান্ত ভেবে নিতে পারে কেউ! দীঘির সঙ্গে আমার এই ছবি নিয়ে কথা হয়েছে- এমন কথা হয়েছে অনেকের সঙ্গেই। কিন্তু কাউকে তো আমি পাকা কথা দেইনি। আমার গল্পের সঙ্গে যাকে (যে শিল্পীকে) মানাবে আমি তো তাকে নিয়েই কাজ করব। যাই হোক এসব বিষয়ে আমার নাম যখন আসবে, তখন আমি কথা বলব। এখন এসব নিয়ে ভাবছি না।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীঘি অভিযোগ করে লিখেছেন, ‘তুমি জানো একা তারকা শিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…।’

দীঘি আরও লিখেছেন, ‘যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি।’

সবশেষে তিনি বলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“দীঘির অভিযোগ কি রাফির দিকে”

প্রকাশের সময় : ০৫:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দীঘির অভিযোগ কি রাফির দিকে|

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হচ্ছেন তিনি। দীর্ঘ সেই স্ট্যাটাসে উঠে আসে- এই অভিনেত্রীকে কোন একটি সিনেমায় নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি আর হয়নি। তবে এটি কি সিনেমা নাকি ওয়েব ফিল্ম কিংবা কোন নির্মাতা সে বিষয়ে কিছুই খোলাসা করেননি তিনি।

এরই মধ্যে শোবিজে কথা উঠেছে, দীঘির অভিযোগ তরুণ নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে। সম্প্রতি রাফি ‘সুড়ঙ্গ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর এতে দীঘিকে নেওয়ার কথা ছিল। এ নিয়ে মাস ছয়েক আগে, দীঘির সঙ্গে নাকি রাফির কথাও প্রায় পাকাপোক্ত হয়।

কিন্তু শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন নির্মাতা। আর এ বিষয়টি দীঘিকে জানাননি বলেই রাফির ওপর খেপেছেন এই চিত্রনায়িকা। দীঘির সঙ্গে এমন ঘটনা আগেও হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি সত্যতা জানতে দীঘির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

তার ভাষ্য, ‘দীঘি কি তার স্ট্যাটাসে আমার নাম উল্লেখ করেছে? বা আমাকে উদ্দেশ্য করে কিছু বলেছে? তাহলে আমার নামটি কেন আসবে!’

তিনি আরও বলেন, ‘আমি একজন নির্মাতা, একটি ছবি বানানোর আগে অনেকজনের সঙ্গেই কথা বলতে পারি। যা প্রথমিক কথাও বলা যায়। এটি কি চূড়ান্ত ভেবে নিতে পারে কেউ! দীঘির সঙ্গে আমার এই ছবি নিয়ে কথা হয়েছে- এমন কথা হয়েছে অনেকের সঙ্গেই। কিন্তু কাউকে তো আমি পাকা কথা দেইনি। আমার গল্পের সঙ্গে যাকে (যে শিল্পীকে) মানাবে আমি তো তাকে নিয়েই কাজ করব। যাই হোক এসব বিষয়ে আমার নাম যখন আসবে, তখন আমি কথা বলব। এখন এসব নিয়ে ভাবছি না।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীঘি অভিযোগ করে লিখেছেন, ‘তুমি জানো একা তারকা শিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…।’

দীঘি আরও লিখেছেন, ‘যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি।’

সবশেষে তিনি বলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট