১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

দীপিকার পোশাক যেন শাঁখের করাত

  • ডেস্ক নিউজ Post
  • আপডেট : ০১:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || ‘বেশরম রং’ গানে বিকিন-মনোকিনি পরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অশ্লীলতাসহ নানা অভিযোগ উঠেছে এই গানের বিরুদ্ধে। বিতর্ক মাথায় নিয়েই ফিফা বিশ্বকাপের চূড়ান্ত আসরে যোগ দিতে কাতারে উড়ে যান এই নায়িকা।

গতকাল রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফুটবলের এই বিশ্ব মঞ্চে স্প্যানিশ তারকা ফুটবলার ইকার ক্যাসিয়াসের হাত ধরে প্রবেশ করেন দীপিকা পাড়ুকোন। লক্ষ্য— বিশ্বকাপ আনবক্স করা। তারপর দুজনে মিলেই বক্স থেকে মহামূল্যবান ট্রফি বের করেন এই দুই তারকা।

দীপিকার বিশ্বকাপ ট্রফি উন্মোচনের সম্মানজনক দায়িত্ব পালনের মূহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, দীপিকার পরনে সাদা রঙের শার্ট, ট্যানরঙা লেদারের ওভারকোট–জ্যাকেট আর ঢিলেঢালা কালো মিডি স্কার্ট। জ্যাকেটটির কাঁধের কাছে লেদার ও উলের প্যাচওয়ার্ক। আর ছিল কারুকার্যময় মোটা বেল্ট। পায়ে বুটের জুতা। চুলগুলো স্লিক বান করে রাখা।

সবকিছু ছাপিয়ে সবার নজর এখন দীপিকার পোশাকে। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর এই পোশাক তৈরি করেছে। এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু নেটিজেনদের একাংশ দীপিকার পোশাক নিয়ে কটাক্ষ করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন— ‘ব্যাগের ভেতরে কেন দীপিকা?’ একজন সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘এটি দীপিকার পোশাক নয়।’ আরেকজন লিখেছেন, ‘রণবীর সিংয়ের পোশাক পরেই চলে গেছেন দীপিকা।’

একজন ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানের দৃশ্য জুড়ে দিয়ে প্রশ্ন করেছেন— ‘এখানে দীপিকা কেন সর্বাঙ্গ ঢাকা পোশাক পরেছেন? কাতার বলেই কি ছোট পোশাক আর গলার নিচের অংশ দেখা যাচ্ছে না?’ ‘বেশরম রং’ সিনেমায় দীপিকার পোশাক নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্রা। তাকে একহাত নিয়ে দীপিকার পাশে দাঁড়িয়েছেন রোহিনী সিং নামে একজন। তিনি লিখেছেন— ‘এই বিশ্ব ভারতবর্ষকে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের জন্য চেনে। নরোত্তম মিশ্রার জন্য নয়।’

এ পরিস্থিতিতে নেটিজেনদের কেউ কেউ বলছেন— বিকিনি পরলেও দোষ আবার ঢিলেঢালা পোশাক পরলেও দোষ। দীপিকার পোশাক যেন শাঁখের করাত।

Facebook Comments Box
সম্পাদনাকারীর তথ্য

ডেস্ক নিউজ Post

error: Content is protected !!

দীপিকার পোশাক যেন শাঁখের করাত

আপডেট : ০১:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক || ‘বেশরম রং’ গানে বিকিন-মনোকিনি পরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অশ্লীলতাসহ নানা অভিযোগ উঠেছে এই গানের বিরুদ্ধে। বিতর্ক মাথায় নিয়েই ফিফা বিশ্বকাপের চূড়ান্ত আসরে যোগ দিতে কাতারে উড়ে যান এই নায়িকা।

গতকাল রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফুটবলের এই বিশ্ব মঞ্চে স্প্যানিশ তারকা ফুটবলার ইকার ক্যাসিয়াসের হাত ধরে প্রবেশ করেন দীপিকা পাড়ুকোন। লক্ষ্য— বিশ্বকাপ আনবক্স করা। তারপর দুজনে মিলেই বক্স থেকে মহামূল্যবান ট্রফি বের করেন এই দুই তারকা।

দীপিকার বিশ্বকাপ ট্রফি উন্মোচনের সম্মানজনক দায়িত্ব পালনের মূহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, দীপিকার পরনে সাদা রঙের শার্ট, ট্যানরঙা লেদারের ওভারকোট–জ্যাকেট আর ঢিলেঢালা কালো মিডি স্কার্ট। জ্যাকেটটির কাঁধের কাছে লেদার ও উলের প্যাচওয়ার্ক। আর ছিল কারুকার্যময় মোটা বেল্ট। পায়ে বুটের জুতা। চুলগুলো স্লিক বান করে রাখা।

সবকিছু ছাপিয়ে সবার নজর এখন দীপিকার পোশাকে। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর এই পোশাক তৈরি করেছে। এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু নেটিজেনদের একাংশ দীপিকার পোশাক নিয়ে কটাক্ষ করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন— ‘ব্যাগের ভেতরে কেন দীপিকা?’ একজন সন্দেহ প্রকাশ করে লিখেছেন, ‘এটি দীপিকার পোশাক নয়।’ আরেকজন লিখেছেন, ‘রণবীর সিংয়ের পোশাক পরেই চলে গেছেন দীপিকা।’

একজন ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানের দৃশ্য জুড়ে দিয়ে প্রশ্ন করেছেন— ‘এখানে দীপিকা কেন সর্বাঙ্গ ঢাকা পোশাক পরেছেন? কাতার বলেই কি ছোট পোশাক আর গলার নিচের অংশ দেখা যাচ্ছে না?’ ‘বেশরম রং’ সিনেমায় দীপিকার পোশাক নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্রা। তাকে একহাত নিয়ে দীপিকার পাশে দাঁড়িয়েছেন রোহিনী সিং নামে একজন। তিনি লিখেছেন— ‘এই বিশ্ব ভারতবর্ষকে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের জন্য চেনে। নরোত্তম মিশ্রার জন্য নয়।’

এ পরিস্থিতিতে নেটিজেনদের কেউ কেউ বলছেন— বিকিনি পরলেও দোষ আবার ঢিলেঢালা পোশাক পরলেও দোষ। দীপিকার পোশাক যেন শাঁখের করাত।

Facebook Comments Box