দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নবীনগরের এক যুবকের প্রাণ গেল
- প্রকাশের সময় : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ৩০৫ বার পড়া হয়েছে
মো. আলমগীর খন্দকার, নবীনগর: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. শোয়েব আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। ১০ ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫ টায় দুবাইয়ের ডিব্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. শোয়েব আহমদ উপজেলার বিটঘর মধ্য পূর্বপাড়া মো. কুতুব মিয়ার বড় ছেলে। তার মরদেহ বর্তমানে দুবাইয়ের ডিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের বোন জামাই প্রবাসী হাফেজ জিয়াউল হক আজিজ বলেন, তিন মাস পূর্বে জীবিকার তাগিদে শোয়েব দুবাই আসেন। দুবাই আসার পর বিগত ১ মাস ধরে একটি মুদি দোকানের মালামাল ডেলিভারির কাজ করতেন সে।
গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার মটরসাইকেল যোগে মালামাল ডেলিভারি দেওয়ার সময় পিছন থেকে একটি গাড়ী তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুবাই ডিব্বা হাসপাতালে ভর্তি করেন। চিকিতসাধীন অবস্থায় রবিবার বিকাল ৫টায় সে মারা যান।
এদিকে শোয়েব এর আকস্মিক মৃত্যুতে মা, বাবা, ভাই বোনসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।