দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুন্নাহারের নৌকার প্রচারনায় উঠান বৈঠক
- প্রকাশের সময় : ০৭:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১৮৬ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিলা আওয়ামী লীগের নৌকার প্রচারনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখোলা গ্রামে প্রায় তিন শাতাধিক লোকের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, নারীর ক্ষমতায়নের অগ্রদূত, বিশ্ব মানবতার নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ইসমত আরা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত্যব্য রাখেন, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জোছনা বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লুতফুন্নাহার, লাউর ফতেহপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক তাছলিমা, নিয়তি মেম্বার, খালেদা মেম্বার, নার্গিস বেগম, রনু ঋষি, শেফালী বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নুরুন্নাহার বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। দেশের সর্বক্ষেত্রে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে অতীতে কোনো সরকারের আমলে হয়নি, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দিতে হবে।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেতনায় আমার বেঁচে থাকার প্রাণ, শক্তি ও পথ চলার অনুপ্রেরণা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র আস্থার ঠিকানা তাই শেখ হাসিনা সরকার বার বার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষে পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নের গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও কাজ করে যাবো।
নবীনগর বাসীর সেবা করার লক্ষে তিনি সকলের সহযোগিতা চান ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন। উঠান বৈঠকে উপস্থিত লোকজনের বিভিন্ন অভাব অভিযোগ ও কষ্টের কথা মনযোগসহকারে শোনেন এবং সমস্যার সমাধানের আপ্রান চেষ্টা করবেন বলে আস্থত করেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট