
ধুনট (বগুড়া) প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || ধুনটে দাম্পত্য কলহের জেরে যুবকের আ;ত্মহত্যা
বগুড়ার ধুনটে দাম্পত্য কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে রাব্বি শেখ (২২) নামের এক যুবক আ’ত্মহ;ত্যা করেছে। বৃহস্পতিবার (৫ই জানুয়ারী) উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃ,ত জহুরুল শেখের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে একই গ্রামের তাজেল ঘোষের মেয়ে তানিয়া খাতুনের সঙ্গে জহুরুল শেখের ছেলে রাব্বি শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হয়। গত ২রা জানুয়ারি বিকেলে স্বামী স্ত্রীর মাঝে আবারও সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হলে, স্ত্রী তানিয়া খাতুন অভিমান করে বাবার বাড়ি চলে যায়। স্ত্রী চলে যাওয়ার পর মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগছিলেন রাব্বি।
এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি ইট ভাটার পাশে গিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন এসে তাৎক্ষণিক ভাবে সিএনজি যোগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই দিন বেলা প্রায় ১২টার সময় তার মৃ,ত্যু হয়।
এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃ,ত্যু মামলা রেকর্ড ভুক্ত হয়েছে বলে তথ্য নিশ্চিত করেন ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট