ধুনটে ৫০ লিটার চোলাই মদ সহ যুবক গ্রেফতার
- প্রকাশের সময় : ০৭:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৬৮ বার পড়া হয়েছে
ধুনট (বগুড়া) প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট || ধুনটে ৫০ লিটার চোলাই মদ সহ যুবক গ্রেফতার।
বগুড়ার ধুনটে ৫০ লিটার চোলাই মদ সহ রায়হান বাবু (২৫) নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৬ই জানুয়ারী) ভোর রাত সাড়ে ৪ টায় উপজেলার মাঠপাড়া-পেঁচিবাড়ি সড়কের মাঠপাড়া উত্তর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে মাঠপাড়া এলাকার শফিকুল ইসলাম উকিলের ছেলে।
এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, রাতে কর্তব্যরত অবস্থায় উপজেলার হুকুম আলী এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাঠপাড়া-পেঁচিবাড়ি সড়কের মাঠপাড়া উত্তরপাড়া এলাকায় চোলাই মদ বিক্রি করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি বস্তায় ৫টি প্লাস্টিকের জারকিনে প্রতিটিতে ১০ লিটার করে মোট ৫০ লিটার চোলাই মদ জব্দসহ রায়হান বাবুকে গ্রেফতার করা হয়। পরে গত শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় মামলা দায়েরের পর আসামিকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট