নবীনগরের শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০২:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট.কম || ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট এর সহকারি কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতাল লিঃ ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেনমার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান মেহেদী, ফরাজি হেল্থ ক্লাবের সেক্রেটারি দিদারুল ইসলাম, ফরাজি হেল্থ ক্লাবের ব্রেন্ড এম্বাসেডর মো. সাহাব উদ্দিন সিহাব, ওয়াফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রূপা আহমেদ, ফরাজী হেল্থ ক্লাবের মেম্বার ইকবাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোশেদুর ইসলাম লিটন, জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুর বাশার, স্কুল কমিটির মেম্বার মো.হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন অত্র স্কুলের শিক্ষার্থীরা। পরে পুরুস্কার বিতরন ও ঢাকা থেকে আগত সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট