ঢাকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

মো. আলমগীর খন্দকার
  • প্রকাশের সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে
print news
মো. আলমগীর হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:  
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুত গতির অটোরিকশার চাপায় আরিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মিরপুর ইউনিয়নের ইয়াকুব মিয়ার ছেলে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ানের মা প্রতিদিনের পোস্টকে জানান, স্কুল থেকে আমার ছেলে বাড়িতে ফিরে কাপড় চোপড় খুলে
আমার খোঁজে পাশের বাড়িতে আসে। ঐ বাড়িতে পিঠা বানানোর কাজ করছিলাম। এসে আমার কাছ থেকে পিঠা বানানোর একটু কাই চাইলে আমি তার হাতে একটু কাই তুলে দিয়ে বলেছি এখন বাড়িতে চলে যাও আমি আসতেছি।

রাস্তায় গিয়ে অটোরিকশা চাপায় পরলে সহপাঠীরা এসে খবর দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক বলেন মারা গেছে।
আরিয়ানের চাচা রুবেল প্রতিদিনেরকে মিয়া জানান, আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা দিয়ে হাটাহাটির সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা দিয়ে হাটাহাটির সময় অটোরিকশার চাপায় একটি শিশু নিহত হয়েছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
print news
মো. আলমগীর হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:  
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুত গতির অটোরিকশার চাপায় আরিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মিরপুর ইউনিয়নের ইয়াকুব মিয়ার ছেলে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ানের মা প্রতিদিনের পোস্টকে জানান, স্কুল থেকে আমার ছেলে বাড়িতে ফিরে কাপড় চোপড় খুলে
আমার খোঁজে পাশের বাড়িতে আসে। ঐ বাড়িতে পিঠা বানানোর কাজ করছিলাম। এসে আমার কাছ থেকে পিঠা বানানোর একটু কাই চাইলে আমি তার হাতে একটু কাই তুলে দিয়ে বলেছি এখন বাড়িতে চলে যাও আমি আসতেছি।

রাস্তায় গিয়ে অটোরিকশা চাপায় পরলে সহপাঠীরা এসে খবর দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক বলেন মারা গেছে।
আরিয়ানের চাচা রুবেল প্রতিদিনেরকে মিয়া জানান, আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা দিয়ে হাটাহাটির সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ওসি হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা দিয়ে হাটাহাটির সময় অটোরিকশার চাপায় একটি শিশু নিহত হয়েছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।