
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর কাচারিবাড়ি মোড়ে অটোরিকশা উল্টে গোপালপুর মধ্যপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ ভিক্ষুক মারা গেছেন।
নিহতের স্ত্রী রেজিয়া বেগম জানান, বাচ্চু মিয়া সকালে গোপালপুর গ্রাম থেকে অটোরিকশা যোগে কোনাঘাট যাচ্ছিল। পথিমধ্যে কাভার্ড ভ্যান ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া আহত হয়। তাতে ঘটনা স্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার প্রতিদিনের পোস্টকে বলেন, শ্রীরামপুর কাচারিবাড়ি মোড়ে অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ ভিক্ষুক মারা গেছেন। লাশের সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box