
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যুবলীগের উপজেলা শাখার সভাপতি সামস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোঃ আলামিনুল হক আলামিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুবলীগের সদস্য হাজী খাইরুল আমীন। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, ওমর ফারুক। শফিকুল ইসলাম, সহ সভাপতি চঞ্চল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক। পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস। সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকলকে আহ্বান জানান।