নবীনগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৬
- প্রকাশের সময় : ০৭:৫৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ অস্ত্র, মাধক পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ৬ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) রাতে ওসি হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনা বালুয়াঘাটে কর্মরত শ্রমিকের বাসস্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্ধুক, ৭টি কার্তুজ ও ২টি লম্বা দা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আলীপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আরমান(৪০), কাজী কালাম মিয়ার ছেলে কাজী তারেখ(৩৪), মুক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেন (২৭), আজমল হোসেনের ছেলে সাজ্জাদ মনা (২২), মনির মিয়ার ছেলে আশরাফুল ইসলাম হিমেল, ও বাহেরচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবু সাঈদ (২৫)। তাদের সকলের বাড়ি নরসিংদী সদর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি হুমায়ূন কবির প্রতিদিনের পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনা বালুয়াঘাটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।