নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- প্রকাশের সময় : ০৩:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার (৯ডিসেম্বর) সকালে নবীনগরে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে পালিত বিভিন্ন কর্মসূচি হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন, প্রেসক্লাব চত্বরে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি, উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য্য, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী, দুপ্রক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক শিউলি পারভিন, সিনিয়র শিক্ষক আমেনা খাতুন, নবীনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি আবু কাওসার, মাওলানা আব্দুল মতিন, সংবাদকর্মী আনোয়ার হোসেন, মিঠু সূত্রধর পলাশ, মাজেদুল ইসলাম, সাফিউল আলম প্রমুখ।