নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৬২ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট.কম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন নবীনগর পৌরসভার প্যানেল মেয়র গনি চাঁন মকসুদ, নবীনগর থানার উপপরিদর্শক আল আমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোস্তফা রেজাউল করিম,
কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের জেন্ডার প্রমোটার আমেনা বেগম, শিপরা বর্মন সহ কয়েকজন নারী উদ্যোক্তা প্রমুখ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী প্রশিক্ষণার্থী ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট