
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: নবীনগরে উড়খুলিয়া টু বিদ্যাকুট রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন থেকে উড়খুলিয়া লঞ্চঘাট পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ মঙ্গলবার সকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান, বিশিষ্ট ঠিকাদার ও শিল্পপতি সমাজসেবক আব্দুল আউয়ালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মনিপুর একটি নির্মাণাধীন রাস্তা পরিদর্শন শেষে উন্নয়ন মূলক কাজের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, মাত্র চার কিলোমিটার রাস্তা আর ১৫০ মিটার করে দুইটি ব্রিজ নির্মাণ করা হলে নবীনগর টু আশুগঞ্জ রাস্তার সাথে যুক্ত হয়ে অবহেলিত পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়নের ৩ লাখ মানুষের জীবন মান পাল্টে যাবে।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ থেকে উড়খুলিয়া লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা কার্পেটিং একটি ১৫০ মিটার ব্রিজ এবং উড়খুলিয়ার পশ্চিমে ঈদগাহের কাছে দ্বিতীয় আরেকটি ১৫০ মিটার ব্রিজ নির্মাণ করে মাত্র দুই কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ হলে বদলে যাবে এই এলাকার দৃশ্যপট।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট