নবীনগরে কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল অ্যান্ড কলেজের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরুষ্কার বিতরণ
- প্রকাশের সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৪৬ বার পড়া হয়েছে
মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গভর্ণিংবডি সভাপতি কাজী মলাই মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি আরও বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ।’স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, রফিক মিয়া, ইয়াছমিন আক্তার, সায়েদুল ইসলাম আকন্দ, হাবিবা বেগম, দেলোয়ার হোসেন খান, আবুল কালাম আজাদ, মোকাররম হোসাইন, ফখরুল আলম, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, যুগান্তর প্রতিনিধি সাফিউল আলম, বাংলাদেশ সমাচার ও ঢাকা রিপোর্ট২৪ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা আবদুর রউফ।
এ সময় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও খেলাধুলায় পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফেরদাউসুর রহমান।