নবীনগরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’
- প্রকাশের সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ১০২ বার পড়া হয়েছে
মো. আলমগীর হোসেন, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোহাগী (১৫) নামে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সোহাগী ওই এলাকার ইউনুস মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোহাগী দুপুর বেলায় পরিবারের সাথে খাবার খেয়ে পাশের রুমে বসে ছিল। এসময় তার বড় বোন তানিয়া থালাবাসন পরিস্কার করতে পুকুরে যায়। সোহাগীর মা ছোট নাতিকে নিয়ে ঘুরতে যায়। কিছুক্ষণ পর ছোট বোন সুমাইয়া পাশের রুমে যেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়িঘরের মানুষজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
শিবপুর পুলিশ ফাঁড়ির (আইসি) আক্কাস আলী প্রতিদিনের পোস্টকে বলেন, এ ঘটনায় পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।