১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা!

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের ‘আহবায়ক’ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক চিঠিতে (প্যাডে) এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের প্যাডে জানানো হয়, জেলা ছাত্রলীগের জরুরী এক সিদ্ধান্ত মোতাবেক নবীনগর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হওয়ায়, দুটি কমিটি আজ (২৪ জুন) বিলুপ্ত ঘোষণা করা হলো।

পাশাপাশি নবীনগরে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতার জন্য আগামি ৭ দিনের মধ্যে উপজেলা, পৌর ও নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পরবর্তী সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রার্থীদেরকে তাদের স্ব স্ব জীবন বৃত্তান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের দপ্তরে জমা দেয়ার জন্যও নির্দেশ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ২০২২ সালে তিন মাসের জন্য নবীনগরে উপজেলা ও পৌর ছাত্রলীগের দুটি আহবায়ক কমিটি ঘোষণা করেছিলাম। কিন্তু এক বছর পরও গঠিত দুটি কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। মেয়াদ উত্তীর্ণের ফলে, জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্তে দুটি কমিটিই আজ বিলুপ্ত করা হয়েছে।’

এ বিষয়ে বিলুপ্ত কমিটির নবীনগর উপজেলা ছাত্রলীগের বিদায়ী আহবায়ক আবু সাঈদ প্রতিদিনের পোস্টকে বলেন, জেলার অন্যান্য একাধিক উপজেলায় ২০১৮ সালের কমিটিও মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে আছে। এসবের দিকে নজর নেই জেলা নেতৃবৃন্দের। মূলত: কেন্দ্রীয় ছাত্রলীগের জনৈক মুন্সি নামের সাবেক এক কেন্দ্র নেতা মোটা অংকের টাকার বিনিময়ে জেলা কমিটিকে ভায়েস্ট করে আমাদের নবীনগরের কমিটিকে বিলুপ্ত করিয়েছে। যা খুবই দু:খজনক।’

তবে এমন অভিযোগ বিষয়ে জেলার নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন,’এসব অভিযোগ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। আর মেয়াদ উত্তীর্ণ কমিটি কোন কোন থানায় আছে, তার সব তথ্যই আমাদের কাছে আছে।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ মার্চ তিন মাসের মেয়াদে জেলা ছাত্রলীগ ঘোষণা করে উপজেলা ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি।

Facebook Comments Box
জনপ্রিয়

পিছিয়ে পড়া দেশ আমাদের অনুসরণ করছে; পরিবেশমন্ত্রী

নবীনগরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা!

প্রকাশ : ০১:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের ‘আহবায়ক’ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক চিঠিতে (প্যাডে) এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের প্যাডে জানানো হয়, জেলা ছাত্রলীগের জরুরী এক সিদ্ধান্ত মোতাবেক নবীনগর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হওয়ায়, দুটি কমিটি আজ (২৪ জুন) বিলুপ্ত ঘোষণা করা হলো।

পাশাপাশি নবীনগরে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতার জন্য আগামি ৭ দিনের মধ্যে উপজেলা, পৌর ও নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পরবর্তী সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রার্থীদেরকে তাদের স্ব স্ব জীবন বৃত্তান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের দপ্তরে জমা দেয়ার জন্যও নির্দেশ দেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ২০২২ সালে তিন মাসের জন্য নবীনগরে উপজেলা ও পৌর ছাত্রলীগের দুটি আহবায়ক কমিটি ঘোষণা করেছিলাম। কিন্তু এক বছর পরও গঠিত দুটি কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। মেয়াদ উত্তীর্ণের ফলে, জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্তে দুটি কমিটিই আজ বিলুপ্ত করা হয়েছে।’

এ বিষয়ে বিলুপ্ত কমিটির নবীনগর উপজেলা ছাত্রলীগের বিদায়ী আহবায়ক আবু সাঈদ প্রতিদিনের পোস্টকে বলেন, জেলার অন্যান্য একাধিক উপজেলায় ২০১৮ সালের কমিটিও মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে আছে। এসবের দিকে নজর নেই জেলা নেতৃবৃন্দের। মূলত: কেন্দ্রীয় ছাত্রলীগের জনৈক মুন্সি নামের সাবেক এক কেন্দ্র নেতা মোটা অংকের টাকার বিনিময়ে জেলা কমিটিকে ভায়েস্ট করে আমাদের নবীনগরের কমিটিকে বিলুপ্ত করিয়েছে। যা খুবই দু:খজনক।’

তবে এমন অভিযোগ বিষয়ে জেলার নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন,’এসব অভিযোগ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। আর মেয়াদ উত্তীর্ণ কমিটি কোন কোন থানায় আছে, তার সব তথ্যই আমাদের কাছে আছে।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ মার্চ তিন মাসের মেয়াদে জেলা ছাত্রলীগ ঘোষণা করে উপজেলা ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি।

Facebook Comments Box