০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

নবীনগরে ছেলের হাতে পিতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তু্চ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন (৪০) এর হাতে সাবেক সেনাকর্মকর্তা বাবা মোঃ লিল মিয়া (৭৫) খুন হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুর বারোটার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঠাঁলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জমির পাট কাটাকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জসিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে ছিয়া দিয়ে মাথায় মারাত্মকভাবে জখম করে।

এতে লিল মিয়া গুরুত্বর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। বিষয়টি সত্যিই দুঃখজনক। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন জসিম উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ছেলে গিয়াসউদ্দিন ও মেয়ে লাভলী আসামীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলের হাতে পিতার মৃত্যুর ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানসিকভাবে অসুস্থ ছেলে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয়

নবীনগরে ছেলের হাতে পিতার মৃত্যু

প্রকাশ : ০৬:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তু্চ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন (৪০) এর হাতে সাবেক সেনাকর্মকর্তা বাবা মোঃ লিল মিয়া (৭৫) খুন হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুর বারোটার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঠাঁলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জমির পাট কাটাকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জসিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে ছিয়া দিয়ে মাথায় মারাত্মকভাবে জখম করে।

এতে লিল মিয়া গুরুত্বর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। বিষয়টি সত্যিই দুঃখজনক। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন জসিম উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ছেলে গিয়াসউদ্দিন ও মেয়ে লাভলী আসামীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলের হাতে পিতার মৃত্যুর ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানসিকভাবে অসুস্থ ছেলে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box