
মোঃ আলমগীর হোসেন: “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে নিয়ে নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো.পারভেজ আহাম্মেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল আলম শাহান, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, মাদক মুক্ত নবীনগর চাই এর সভাপতি মো. আবু কাউছার, সাংবাদিক হাফিজুল বাহার, মিঠু সূত্রধর পলাশ, ঢাকা রিপোর্ট ২৪ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, শুভ চক্রবর্ত্তী প্রমুখ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট