
মো. আলমগীর খন্দকার, নবীনগর: নবীনগর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুন্নাহারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বাজারে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে নৌকার প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জাহানারা বেগমের সভাপতিত্বে ও অধ্যাপক কাজী আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন সরকার, খালেদা মেম্বার, শ্রীরামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা মেম্বার, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান খন্দকার, নবীনগর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কুয়েছ আহমেদ বেপারী, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন নাহার, লাউর ফতেপুর ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ইসমত আরা জাহান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শেখ মিহাদ বাবু, আবু হাসান, মো. আলমগীর খন্দকার, শাহপরান প্রমুখ।