
মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়া এলাকার বুড়ী নদীতে গোসলে নামলে এই মর্মান্তিক মৃত্যু হয়। মনিবালা ঋষি (৭০) উপজেলার পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ার মৃত সহদেব ঋষির স্ত্রী।
জানা যায় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে মনিবালা ঋষি তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী দেখতে পায়, পরে পুলিশ খবর পেয়ে সকাল ১১ টায় ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেন।
ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া ওই নারীর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Facebook Comments Box