নবীনগরে নাজাতুল উম্মা পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন
- প্রকাশের সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৭১ বার পড়া হয়েছে
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শ্রীরামপুর ইউনিয়ন নাজাতুল উম্মা পাঞ্জেগানা মসজিদ শ্রীরামপুর মধ্য দক্ষিণ পাড়া ১১ তারিখ সোমবার বাদ আসর সময় শুভ উদ্বোধন হয়। নাজাতুল উম্মা পাঞ্জেগানা মসজিদ এর সভাপতি মোহাম্মদ আবুমিয়া এর সভাপতিত্বে , নাজাতুল উম্মা পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বাসকপ নবীনগর উপজেলা শাখা সভাপতি ও পল্লী চিকিৎসক হেলাল উদ্দিন , উপস্থিত ছিলেন শ্রীরামপুর বাইতুর রহমত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: মাসুম বিল্লাহ, নাজাতুল উম্মা পাঞ্জেগানা মসজিদ শ্রীরামপুর মধ্য দক্ষিণ পাড়া
হুজুর মোঃ আবদুল আলিম, এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হোসেন, মহসিন মিয়া , ক্যাশিয়ার মোহাম্মদ কিবরিয়া, মোহাম্মদ বাসির মিয়া,মোহাম্মদ হালিম মিয়া। মোঃ খাইয়ের মিয়া সকলের একটি উদ্দেশ্য এ মসজিদ নতুন হয়েছে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছে।